নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের সালথায় মো. নাঈম মুন্সী (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নাঈম মুন্সী মাঝারদিয়া গ্রামের পলাশ মুন্সীর ছেলে । তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈম মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
তিনি বলেন, ফরিদপুরের কোতয়ালী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একটি মামরা দায়ের করা হয়েছে। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে ফরিদপুর কোতয়ালী থানা পুরিশের হাতে সোপর্দ করা হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আজ বুধবার দুপুরে মো. নাঈম মুন্সী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
