ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দা হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Doinik Kumar
মে ১৫, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা

ফরিদপুরে হত্যা মামলার আসামি মো. আকাশ মোল্লা (৩৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুরের একটি দল।  বুধবার ওই আসামিকে আদারতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ মে) বিকার আনুমানিক  ৪ টার দিকে র‌্যাব-১০ এর একটি দল  গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মো. আকাশ মোল্লা (৩৮)কে গ্রেপ্তার করে।

আকাশ  মোল্লা নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের  কোনাগ্রামের  বাসিন্দা গফুর মোল্লার ছেলে।

প্রসঙ্গত গত  ৪  মে তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা প্রবাসী জামাল মাতব্বর (৫২) নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা জামাল মাতব্বরের বসত ঘরের দরজার সিটকিনি ভেঙ্গে শয়ন কক্ষে প্রবেশ করে। জামাল মাতুব্বর হঠাৎ ঘুম হতে জেগে উঠে অজ্ঞাতনামা ব্যক্তিদের সাথে জামাল মাতুব্বরের ধস্তাধস্তি হয়। এক পযায়ে অজ্ঞাত ব্যক্তিরা জামাল মাতুব্বরকে  শাবল দিয়ে আঘাত করলে তিনি অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যায়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৬ এপ্রিল নিহত জামাল মা  শিরিন বেগম (৭২) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলাদায়ের করেন।

র‌্যাব-১০ ফরিদপুররের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপ-পরিদর্শক  এ হত্যা মামলায়  তদন্তেপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাবের সহায়তা চান। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার তদন্তে প্রাপ্ত র মো. আকাশ কে গ্রেপ্তার করা হয়।    গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া আকাশ  মোল্লাকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।