নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী
ফরিদপুরে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বোয়ালমারী স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
যুব সমাজের উদ্যোগে বোয়ালমারী বনাম আলফাডাঙ্গা প্রীতি ম্যাচ ফুটবল ম্যাচে আলফাডাঙ্গা ইয়াংস্টার ক্লাব বনাম বোয়ালমারী স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ এ খেলায় অংশগ্রহণ করেন। খেলায় বোয়ালমারী ০১ বনাম আলফাডাঙ্গা ০১ গোলের ড্র এর মধ্য দিয়ে খেলাটির সমাপ্ত করা হয়।
উক্ত খেলায় আলামিনের সঞ্চালনায়, আমন্ত্রিত অতিথি মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য মোঃ গোলাম রসূল বিশ্বাস,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মহাসিন আলম চাঁদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ জাকির হোসেন চৌধুরী, সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি মোঃ রফিক বিশ্বাস, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম বিশ্বাস, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি, বিশ্বজিৎ কুমার সরকার, বোয়ালমারী পৌর স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আবুল কালাম বিশ্বাস বোয়ালমারী পৌর মৎস্যজীবী দলের সভাপতি, মোঃ কামাল বিশ্বাস প্রমুখ।
