নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াসিন খালাসি (১৬) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় রায়হান ও সজীব নামে দুই যুবককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
শনিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন খালাসি ওই গ্রামের জাহাঙ্গীর খালাসির একমাত্র ছেলে।
এদিকে,ইয়াসিনের মৃত্যুর খবর এরাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ বাদশা শরীফের বাড়িসহ অন্তত ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটে।
এলাকাবাসী,ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার থানমাত্তা গ্রামে বহু পুরাতন একটি বটগাছ রয়েছে। সেই বট গাছের নিচে স্থানীয় নুরা পাগলা আসর বসিয়ে রাতভর গান বাজনা করেতেন। গত দুই বছর হলো নুরা পাগলা মারা যান। তার স্থলাভিষিক্ত তার স্ত্রী হালিমা পাগলা বট গাছের নিচে বসবাস করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
