খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ মে) দিবাগত রাতে জেলার বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর বিওপি ক্যাম্পের দায়িত্বাধীন সীমান্ত পিলার ৩৩২/১-এস এর ৫০ গজ ভেতরে তেতরা পাঁচ পাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন—বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়া বাড়ি গ্রামের আমান উল্লাহর ছেলে আঃ কাদের (২৮), একই উপজেলার ফুলবাড়ি হাট বনগ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) এবং দাসনগর এলাকার নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)।
বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে, আটককৃতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। তাদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩, তারিখ ১১ মে ২০২৫।
আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
