খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুরের কাহারোল উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ অঞ্চলিক সড়কে কাশিপুর ইট ভাটার সামনে রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় মটর সাইকেল স্লিপ করে পড়ে গিয়ে ঘটনা স্থলেই মারা যান মটর সাইকেলের দুই আরোহী আহত হন-১জন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামের এনতাজ আলী পুত্র মোঃ আরিফুল ইসলাম ও একই উপজেলার হরিটা গ্রামের মৃত মোকবুল হোসেনের পুত্র সাইদুল ইসলাম। আহত ব্যক্তিকে উদ্ধার করে, প্রথমে জয়নন্দ হাট ও পরে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নিহতের স্বজন মোঃ আমিনুল ইসলাম জানান, মটর সাইকেল যোগে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ইট ভাটার সামনে সড়ক দূর্ঘটনায় মারা যান দুজনে।
এলাকাবাসী জানায় ইটের ভাটার মাটি রাস্তার ধারে থাকার কারনে প্রতি দিন সেখানে অহরহ দূর্ঘটনা ঘটছে। রাস্তা ঝুকিপূর্ণ হওয়ার কারনে দূর্ঘটনা বেরেই চলছে। ইট ভাটার মাটি বৃষ্টিতে গলে রাস্তায় কাদা হয়ে যায় পিচ্ছল হয়ে যায় সেই কারনে প্রতিদিন ছোট বড় এই দূর্ঘটনা ঘটে থাকে। দূঘর্টনার খবর পেয়ে কাহারোল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং মৃত্যু দুই ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন। কাশিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ শাহীন ও ব্যবসায়ী মোজাম্মেল হক সহ এলাকাবাসী উক্ত ইট ভাটার মাটি অপসরনের জন্য প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন মনে করেন।
