ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কারখানায় তৈরি হচ্ছিল নকল শিশুখাদ্য, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

Doinik Kumar
মে ১১, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী
ফরিদপুর বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ড আধার কোঠা গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য তৈরির কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উদ্ধার ও ধ্বংস করেছে।
শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানার পুলিশ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকারের আইনে কারখানা মালিককে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আধার কোঠা এলাকার আল হাসান মহিলা মাদ্রাসা সড়কে একটি বাড়িতে জাহিদুল ইসলাম ৬০ কারখানা বসিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য উৎপাদন করেছিলেন। কোন প্রকার সরকারি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া স্টিকারে ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে একমাত্র স্যাকারিন ঘনোচিনি বিভিন্ন ফ্লেভার সেন্ট আর পানি দিয়ে ড্রিংকো, জুস, আইস ললি,ও বিভিন্ন প্রকারের আচার নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিল।
খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে যৌথবাহিনী অভিযান চালায়, জাহিদুল ইসলাম ছেলে আশিক ও চারজন নারীর শ্রমিককে নিয়ে এসব পণ্য সামগ্রী উৎপাদন করছিল। সকল পণ্য উদ্ধার করে ভূমি অফিসে নিয়ে গাড়ির চাকার তলে পিষ্ট করে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি গোলাম রাব্বানী সোহেল বলেন, মানব স্বাস্থ্যের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এ সকল পণ্য এরকম নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিভিন্ন প্রকার কেমিক্যাল সহ নকল পণ্য ধ্বংস করা হয় এবং কারখানা টি বন্ধ করে দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।