খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
১০/৫/২০২৫ ইংরেজি তারিখে সেতাবগঞ্জ রেলঘুন্টি সংলগ্ন সবুজ খামারের পাশে রেল লাইনে ট্রেন দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বৃদ্ধা রেললাইনের ওপর পড়ে যান, এবং তখনই একটি ট্রেন এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মৃত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেননি।
এ বিষয়ে রেলঘুন্টি ও সেতাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
যদি কেউ এই নারীর পরিচয় সম্পর্কে জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানা বা রেলঘুন্টি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
