ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, শিক্ষককে গ্রেফতার

Doinik Kumar
মে ১১, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সদরপুর

ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষক মো. রহিচ শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে তার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রহিচ শিকদার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের শিকদারবাড়ি গ্রামের মৃত বারেক শিকদারের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান দৈনিক কুমারকে জানান, “গ্রেফতারকৃত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন। তাকে আজ আদালতে পাঠানো হবে।”
ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রাইভেট পড়িয়ে আসছিলেন। এই সুযোগে তিনি ছাত্রীটির সঙ্গে অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন। একপর্যায়ে তিনি বলেন, “প্রাইভেটের কোনো টাকা লাগবে না, বরং আমি তোমাকে বাড়তি টাকা দিব।” গত ২৯ এপ্রিল তিনি মেয়েটিকে অন্তর্বাস কেনার জন্যও টাকা দেন।
ছাত্রীটি বিষয়টি তাৎক্ষণিকভাবে তার পরিবার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনকে জানায়। তবে প্রধান শিক্ষক ঘটনাটি গোপন রাখতে চেষ্টা করেন এবং সাংবাদিকদের স্কুলে প্রবেশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বাধা দেন। তিনি বলেন, “আমার প্রতিষ্ঠানে ঘটনা ঘটেছে, এর বিচার আমি করব।” এমনকি সাংবাদিকরা উপস্থিত হলে তিনি বিদ্যালয় ছুটি ঘোষণা করেন।
পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর বাবা গত ৮ মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক রহিচ শিকদারকে গ্রেপ্তার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।