নিজস্ব প্রতিবেদক, সালথা
ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঢাল-কাতরাসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও গট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালায় সালথা থানা পুলিশ। অভিযানে আটককৃতরা হলেন- কুদ্দুছ মিয়া (৬৫), তুষার মাতুব্বর (২৩), নজরুল ব্যাপারী (৩০) ও হবি ব্যাপারী (২৪)।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান দৈনিক কুমারকে বলেন, দীর্ঘদিন ধরে বালিয়া ও গট্টি গ্রামে দুটি পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। পুণরায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিলো, এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিভিন্ন বাড়িতে ৪ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে দেশিয়ে অস্ত্র ৯টি ঢাল ও ৭টি সড়কী, ৭টি টেটা উদ্ধার করা হয়। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
