নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক ও টেকসই শিক্ষা বাস্তবায়নে ফরিদপুর শিক্ষাবিদ ফোরাম নামে একটি সংগঠনের আত্বপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে শনিবার (৩ মে) বিকালে শহরের কাঠপট্টি ফরিদপুর IELTS সেন্টার এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম কে আহবায়ক ও ফরিদপুর IELTS সেন্টারের ফাউন্ডার এন্ড সিইও মুঃ আজাদুর রহমানকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক – মো: মিজানুর রহমান, মানব উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, যুগ্ম আহ্বায়ক – মো: রাকিবুল ইসলাম তুষার, তুষার’স কেয়ার, যুগ্ম সচিব – মো: রুবেল মাহমুদ, বিসিএস কনফিডেন্স. যুগ্ম সচিব – মো: রিফাত ইসলাম, ইউসিসি. সোহেল রানা – মেন্টরস, প্রোগ্রেস, কোষাধ্যক্ষ মো: আবুল বাশার, ম্যাবস এডুকেশন কেয়ার, সদস্য মো: মোক্তাকিন হোসেন, এমাজন নার্সিং কলেজ, সদস্য মো: মনিরুজ্জামান, সাংবাদিক, সদস্য – মো: আশরাফুল হক রবিন, বিবর্তন ম্যাটস, সদস্য – মো: মশিউর রহমান, ফ্লোরেন্স নার্সিং কোচিং, সদস্য – মো: সেলিম রেজা, ইংলিশ মাইলস্টোন. সদস্য – সৈয়দ রাজিব হাসান, বিসিএস জব মেডিসিন, সদস্য – মো: আমির হোসেন, তুষার’স কেয়ার,. সদস্য – মো: জাহাঙ্গির আলম – জে এম একাডেমি, সদস্য – মো: রাসেল মাহমুদ, প্রোগ্রেস, সদস্য – সাইফুল ইসলাম আমির হামজা, সিইউ ইংলিশ, সদস্য – শাহ মো: জাহাঙ্গির – জিনিয়াস একাডেমি।
Leave a Reply