ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ প্রশাসন ও বাজার ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল বেইলি ব্রিজ

Doinik Kumar
মে ৭, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল ফরিদপুরের বেইলি ব্রিজ। সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বেইলিব্রিজকে জনগণের চলাচলের উপযুক্ত করা হয় এবং হকারমুক্ত করার উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে সর্বস্তরের জনগন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এই ব্রিজের উপর দিয়ে চলাচল করা সম্ভব। অন্যথায় স্বাভাবিকভাবে এই ব্রিজে হাঁটাচলা করা অনেক কষ্ট হয়ে ওঠে।
উল্লেখ করা যেতে পারে, গুরুত্বপূর্ণ এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলাফেরা করে। এদিকে ব্রিজে হকার ভ্রাম্যমান দোকান বেওয়ারিশ কুকুর থাকার কারণে সাধারণ জনগণের চলাফেরায় মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হয়। যে কারণে এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া হকারেরা প্রায় ব্রিজের অর্ধেকটাই জায়গা জুড়ে ‌ ব্যবসা করতে শুরু করেন। ফলশ্রুতিতে ব্রিজের পুরোটাতেই যানজট লেগে থাকে। সেই সুবাদে অনেক ক্ষেত্রে ইভটিজিং এর ঘটনা ঘটে। অনেক সময় ঘটে পকেটমারের মত ঘটনা এ থেকে মুক্তি পাবার জন্য সোমবার সন্ধ্যার পর থেকেই পুলিশ প্রশাসন ও হাজী শরীয়ত উল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এস আই রেজাউল এবং সহযোগী পুলিশ সদস্যবৃন্দ হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান লাভলু সহ-সভাপতি এমএম মুসা, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু কোষাধক্ষ্য আব্দুল জব্বার খানসহ বাজার ব্যবস্থাপনার কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময়ে তারা জানান এই গুরুত্বপূর্ণ ব্রিজ টিকে যানজট মুক্ত করার এবং সাধারণ জনগণ চলার জন্য তাদের তৎপরতা অব্যাহত থাকবে। এ ব্যাপারে সচেতন মহল করেন যদি অবিলম্বে এই বৃষ্টিকে মেরামত বা পুনঃনির্মাণ করে না হয় তাহলে আগামীতে ‌ বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে। এবং প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে। আর তাই এটিকে মেরামত কিংবা পুনঃনির্মাণ করার দাবী জানাচ্ছেন ফরিদপুরের সর্বস্তরের জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।