ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুর সদর হাসপাতালরে স্টাফ কোর্য়াটাররে ছাদে গাঁজা চাষ!

Doinik Kumar
মে ৬, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, শরীয়তপুর
শরীয়তপুর সদর হাসপাতালের চৈতালী নামে একটি কোয়ার্টারের ছাদে গাঁজা চাষের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় সামজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। জানা গেছে, সদর হাসপাতালের চৈতালী নামক একটি কোয়ার্টারে বসবাস করেন হাসপাতালের ডোম সহকারী বিজয়। অভিযোগ রয়েছে, তিনি নিজ বাসার ছাদে টবের মধ্যে গাঁজা গাছ রোপণ করে চাষ করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা এক চিকিৎসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তখন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বিজয় দ্রুত ছাদে উঠে গাঁজা গাছ উঠিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন। সেই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন সাংবাদিকরা।
এ বিষয়ে অভিযুক্ত বিজয় বলেন, ‘আমি গাঁজা সেবন করি। তবে কীভাবে বীজ পড়ে গাছ হয়ে গেছে, তা আমি জানি না। আমি ভুল করেছি, ভবিষ্যতে আর করব না। ’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘ডোম সহকারী বিজয় নিজের দোষ স্বীকার করেছেন। তাকে এক মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি নিজেকে শোধরাতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ’
স্থানীয়রা বলছেন, সরকারি হাসপাতালের কোয়ার্টারের ছাদে গাঁজা চাষের এমন কর্মকাণ্ড স্বাস্থ্যসেবা খাতের জন্য লজ্জাজনক। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।