নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের চৌরঙ্গি বিদ্যুৎ অফিসের সামানে থেকে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যা লী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাবেক সভাপতি, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শামসুল হক সরদার।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির এরপর পৃষ্ঠা ৩ কলাম ৬
সিনিয়র যুগ্ম সম্পাদক ও ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেক নাজিম, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রহমানসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে খন্দকার আব্দুল আউয়াল ১৮৮৬ সালের শিকাগো শহরে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন বলেন, যেখানে জার্মান বিপ্লবীরা নেতৃত্ব দিয়েছিলেন এবং আট কর্ম ঘণ্টার দাবিতে আন্দোলনে প্রাণ দিয়েছিলেন নিরীহ শ্রমিকেরা। তিনি শ্রমিক শ্রেণির ঐক্য, অধিকার প্রতিষ্ঠা ও সরকারের দায়িত্বশীল ভূমিকার রাখার প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে জোর দাবি জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একত্রে পুনরায় র্যা লি করে ফরিদপুর গোয়ালচামট বিদ্যুৎ ভবনে যান, যেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে মে দিবসের কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
