ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নকল করায় শিক্ষককে ৭ দিনের কারাদন্ড ও ২ ছাত্র বহিস্কার

Doinik Kumar
মে ৫, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইল ডিভাইস এর মাধ্যমে পরিক্ষায় নকল সরবরাহ করার দায়ে এক শিক্ষককে ৭ দিনের কারাদন্ড ও ২ ছাত্রকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, গতকাল ৪ মে রবিবার উচ্চতর গণিত পরিক্ষায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ডিভাইস এর মাধ্যমে পরিক্ষায় নকল সরবরাহ করার দায়ে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা।
কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র রায় বলেন, পরিক্ষা শুরুর ৫ মিনিটের মাথায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরিদর্শক দল একটি কক্ষে ৯৫২৭৫৭ রোল নম্বরধারী লাবিব হাসনাত সর্দার নামে এ জেড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, সনকৈড় আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশ নেয়া এক ছাত্রের কাছে মোবাইল দেখতে পেলে তাকে বহিস্কার করা হয়। এরপর ওই মোবাইলের সুত্র ধরে ওই শিক্ষককে আমেনা বাকি স্কুল থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এছাড়াও একই পরিক্ষায় অন্য একটি কক্ষ থেকে নকল করার অভিযোগে ২৪৫৫৭০ রোল নম্বরধারী ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর ছাত্র, ফলিমারী উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশ নেয়া হাফিজুল ইসলাম নামে আরেক ছাত্রকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা জানান, একটি চক্র মোবাইলে হোয়াটস গ্রুপ খুলে পরিক্ষার প্রথমদিন থেকেই সক্রিয় ছিল। অনেক চেষ্টা করেও ধরতে পারা যাচ্ছিলনা। অবশেষে সফলতা এসেছে। সহযোগিতাকারী ওই শিক্ষকের স্বীকারোক্তি মোতাবেক তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।