নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন (৭০) রবিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঢাকার বসুন্ধরায় নিজ কন্যার বাসায় অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নেবার পথে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি মেরুদন্ডে জটিলতা, হৃদরোগ, ডায়বেটিক, চোখের সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সহ অসংখ্য আত্মীয়, গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ আসর সরকারি ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে আলীপুর গোরস্থানে দাফন করা হয়।
Leave a Reply