নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী
বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগরে ফলিয়ার বিলে জমি দখল ও ফসল নষ্ট করে জমি চাষ করার অভিযোগ পাওয়া গেছে। রামনগরের কামরুল শেখ ৪ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর মৌজায় বিএস খতিয়ান নং ৫২২,দাগ নং ৪১৩, মোট ৪৭ শতাংশ জমির মধ্যে কামরুল গং সাড়ে ২৩ শতাংশ জমি ভোগ দখলে আছে এবং দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করছে।
কামরুল বলেন, কি কারণে, কোন বলে গত ১ মে বিকাল ৪ টার দিকে লক্ষিপুর গ্রামের বোয়ালমারী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক বাওয়ালী, বোয়ালমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সজল শেখ, মো. রশিদ মোল্যা ও মো. কবির মোল্যাসহ ১০/১২ জন লোক জোরপূর্বক আমাদের জমির পাট উঠায় ফেলে পাওয়ার টিলার দিয়ে চাষ করে।
তিনি আরও বলেন, আমরা বাঁধা দিতে গেলে ১ নং আসামি ফারুক বাওয়ালী হুকুম দিয়ে বলে, শালাদের ধর এবং প্রানে মেরে ফেলা। তখন ২ নং আসমী সজলসহ সকলে আমাদের মেরে ফেলানোর জন্য বাঁশের লাঠি, রডসহ বিভিন্ন লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া করে। আমরা তখন দৌড়ে পালিয়ে কোন রকন জীবন বাচাই। পরে ২ মে থানায় একটি অভিযোগ দায়ের করি। তিনি আরও জানান,আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বিএনপি করার জন্য বাড়ি ঘরে ঘুমাতে পারিনি। এখনও ফারুক বাওয়ালী গংরা কোন অপশক্তির জোরে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না।
এ ব্যাপারে ফারুক বাওয়ালীর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি দৈনিক কুমারকে জানান, পরে আমি আপনাদের সাথে কথা বলব। বোয়ালমারী থানার ডিউটি অফিসার দৈনিক কুমারকে বলেন, অভিযোগের কপি এখনো কোন দারোগার নিকট এন্ট্রি করা হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
