নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের বাসিন্দা রমিজুল ২০১৪ সালে মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষায় পাশ করেন।
দাখিল পরিক্ষার পরেই অসুস্থ হয়ে দৃষ্টি শক্তি হারায়। এরপর তার হাত-পা অবস হয়ে প্যারালাইস হয়ে যায়। প্রায় ১ যুগ ধরে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছেন রমিজুল মাতুব্বর। দেশ-বিদেশে চিকিৎসা করান তার পরিবার। তার পিতা হিরু মাতুব্বর বলেন আমার জায়গা জমি সব বিক্রি করে ছেলের চিকিৎসা চালিয়ে আজ আমি নিঃস্ব হয়ে পড়েছি।
এখন ছেলের চিকিৎসা করানোর মতো আমার কোন টাকা নেই। যদি কোন বিত্তবান ব্যক্তি সাহায্য করে বা সরকারি ভাবে সাহায্য পাই তাহলে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
