ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

Doinik Kumar
মে ৫, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায়  এক নির্মাণ শ্রমিক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের নিখোঁজ হওয়ার  তিনদিন পর আখ খেতে পাওয়া গেল তুহিন শেখ নামের নির্মাণ শ্রমিকের লাশ। জানা যায়,একই গ্রামে আজিবর মেম্বারের আখ খেতে মৃতদেহটি দেখতে পায় নিহতের পিতা। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।  ভাটপাড়া গ্রামের মো. আরব আলী শেখের ছেলে তুহিন শেখ (১৩)।সে  নির্মাণ শ্রমিকের সহযোগী হিসেবে কাজ করতো।
স্হানীয় ও পারিবারিক  সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১মে) সকালে ভাটপাড়া গ্রামের সাদ্দামের সাথে কাজ করার কথা বলে  বাড়ি থেকে বের হয় তুহিন শেখ। সন্ধ্যায় বাড়ি না ফিরলে খোঁজ নিয়ে জানতে পারে ১মে শ্রমিক দিবস উপলক্ষ্যে কাজ বন্ধ ছিলো। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। নিখোঁজের পর থেকেই আত্মীয় স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি অব্যাহত রাখে তারা।১ মে বন্ধের আগে শহিদ মোল্লার বাড়িতে কাজ করতো রাজ মিস্ত্রী সজিবের সাথে।
গ্রামের মোস্তফা নামে একজন জানায় বৃহস্পতিবার দুপুরে  তুহিনকে  আজিবর মেম্বারের আখ খেতের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সেই সূত্র ধরপ নিহতের পিতা আরব আলী শেখ শনিবার বিকেলে  আখ খেতে খুঁজতে যায়। খেতের পাশে গেলেই উৎকট গন্ধ পেয়ে খেতের মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায়ে খেতের আলে একটি ছোট্ট জিকা গাছের কাছে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া মরদেহটি দেখতে পায় নিহতের পিতা আরব আলী শেখ। এ সময় তার চিৎকারে এলাকার লোক এসে পুলিশকে খবর দেয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের পিতা আরব আলী আরো বলেন,গ্রামে তোহিদের সাথে জমাজমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে  আচ্ছে। তার দলের লোকেরা  ১৫-২০ দিন আগে আমার বড় ছেলেকে চোরের অপবাদ দিয়ে খুটির সাথে বেঁধে নির্যাতন করে। পরে মামলা দিয়ে জেলে পাঠায়, এখন জেল হাজতে আছে।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, রাত আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তিনদিন আগে ছেলেটা  নিখোঁজ হলেও পরিবার কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।