ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হিলি দিয়ে ভারত থেকে এলো ১২ টন কচুমুখি

Doinik Kumar
মে ১, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপু

দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুমুখি আমদানি করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ) সকাল ১১টায় ভারত থেকে কচুমুখি নিয়ে একটি পিকআপ ভ্যান বাংলাদেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের রোশনী ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কচুমুখি আমদানি করেছে। ভারতের মধ্যপ্রদেশ থেকে কচুমুখি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

আমদানিকারকের প্রতিনিধি রাশেদ হোসেন বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের মধ্যপ্রদেশ থেকে কচুমুখি আমদানি করা হয়েছে। এ বছরে আজ ভারত থেকে একটি ট্রাকে ১২ টন কচুমুখি আমদানি হয়েছে। আমদানি করা কচুমুখি বন্দরে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আরও আমদানি করা হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, চলতি বছরে আজ প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুমুখি আমদানি করা হয়েছে। এরইমধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দফতরে ডকুমেন্টসসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সনদ প্রদান করবো। এরপর কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্য হস্তান্তর করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।