ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘নির্বাচন নিয়ে তালবাহানা আর মেনে নেয়া হবে না’ :  শহিদুল ইসলাম বাবুল

Doinik Kumar
মে ১, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
বাংলদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন,“ নির্বাচন নিয়ে তালবাহানা আর মেনে নেয়া হবে না। দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করে ফ্যাসিস হাসিনা সরকারকে দেশ থেকে তাড়িয়েছি। এখনো আমাদের লড়াই সংগ্রাম শেষ হয় নাই। প্রয়োজনে আবারও আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে ভোটের অধিকার আদায় করে নিব। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য দেশে ও বিদেশে গভীর ষড়যন্ত্র চালানো হ”েছ। তাই দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, জন্মের পর থেকে লড়াই সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি। ফ্যাসিস সরকারের আমলে ১২৮টি মামলা খেয়েছি। তবুও আমাদের কেউ দাবিয়ে রাখতে পারে নাই। তাই অন্তরবর্তি সরকার দ্রুত নির্বাচন না দিলে এবং কোনো প্রকার তালবাহানা বা ছলচাতুরীর আশ্রয় নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তিনি।
বুধবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পাইলট উ”চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ জনসভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ আলী মৃধা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এ.কে. এম কিবরিয়া স্বপন, ভাংগা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন সেলিম ও বাংলাদেশ কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির। এ জনসভাটি সঞ্চালনা করেন মোঃ মোজাফ্ফর হোসেন জাফর ও আসাদুজ্জামান কাঞ্চন।
জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, শেখ আঃ কুদ্দুস আলী, আরমান আলী শিকদার, কেএম ওবায়দুল বারী দীপু, আঃ কুদ্দুস বাদশা, মঞ্জুরুল হক মৃধা ও জেলা ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস প্রমূখ।
জনসভায় প্রধান অতিথি আরও বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সারা জীবন হামলা, মামলা, নিপিড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিš‘নেতাকর্মী ত্যাগ করে কোনোদিন দেশ ছেড়ে পালায় নাই। বরং লড়াই সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নিয়েছেন। তারই আদর্শের লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী প্রয়োজনে আবারও রাজপথে নেমে ভোটের অধিকার আদায় করে নেবে বলে হুঁশিয়ারী দেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।