নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর শহরতলীর ভাজন ডাঙ্গা ভুবেনশ্বর নদীর পাড়ে হযরত আল পাঞ্জু শাহ আল নিজামীয়া চিশতীয়া পাক দরবার শরীফের ৪৭ তম দুইদিব্যাপী ব্যাৎসরিক ওরশ মোবারক মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে দোয়া, মিলাদ ও আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
এর আগে রবিবার দিনব্যাপী পবিত্র কোরআন শরীফের খতম, বাদ মাগরিব দোয়া, মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।বাদ এশা বিচার গান অনুষ্ঠিত হয়। এদিন রাজিব সরকার ও আলিফ সরকার বিচার গান পরিবেশন করেন। ওরশের দ্বিতীয় দিন সোমাবার সন্ধ্যা থেকে ভক্তবৃন্দের মিলন মেলা অনুষ্ঠিত হয়। রাতে বিচার গান পরিবেশন করেন আহাদ সরকার ও ইয়াকুব সরকার। ওরশ চলাকালে দফায় দফায় ভক্তদের সাক্ষাত প্রদান করেন হযরত আল পাঞ্জু শাহ আল নিজামীয়া চিশতীয়া পাক দরবার শরীফের প্রধান খাদেম মো: পিরু শাহ । এসময় ফকির সেকেন শাহ, কবির, মুন্নাফ শাহ, মানোয়া মোল্লা, হারুন মল্লিক, বাউল আবুল খায়ের, ফরহাদ শেখ, লুৎফর মোল্লাসহ দরবারের আশেকান ও ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ভোরে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও আখেরি মোনাজাতের পরিচালনা করেন মাওলানা মো: ইদ্রিস আলী।
Leave a Reply