ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জেলা কালচারাল অফিসারকে ফুলেল শুভেচ্ছা

Doinik Kumar
মে ১, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
কালচার অফিসার্স ফোরামে দ্বিতীয় মেয়াদের সভাপতি নির্বাচিত হওয়ায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলনকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেছে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি।
গতকাল বুধবার ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীতে ফরিদপুর  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি  শাহাদাত হোসেন সংঠনের অন্যান্য নেতৃবৃন্দের এরপর পৃষ্ঠা ৩ কলাম ৭
উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে এসময় উপস্থিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, অধ্যাপক চৈতন্য দাস, আনিসুর রহমান, নিরব ইমতিয়াজ শান্ত, মেহেদী হাসান মিঠু, নন্দিতা ঘোষসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সাইফুল হাসান মিলন আগামীতে আরো ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,  এই প্রাপ্তি ও অর্জন  আমার একার জন্য নয়, এটা ফরিদপুরবাসীর সাংস্কৃতিক  কর্মীদের পাওনা।
শাহাদাত হোসেন তিতু বলেন, আমরা জেলা শহরকে শিল্পের নগরী করে তোলার চেষ্টা চালাচ্ছি, সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়েই একটি সভ্যসমাজ গড়ে তোলা যায়, সে চেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে জাহিদুল ইসলাম জাহিদ, মেহেদী হাসান মিঠু ও আনিসুর রহমান আবৃত্তি এবং লুৎফন নাহার  লতা, তৃপ্তি সাহা  সংগীত পরিবেশন করেন।
পরবর্তীতে সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয় এতে রবীন্দ্র-নজরুল  উৎসব আয়োজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।