ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যৌথ বাহিনী অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, ৪ জনকে গ্রেফতার 

Doinik Kumar
মে ১, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বানা ইউনিয়ন বেড়িরহাট ধুলজুড়ি নামক এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও দুটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন, কৃষকদলের স্থানীয় নেতা জাহিদ শেখ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, তাঁর ভাতিজা বরকত ও  সোহাগ শেখ।
বুধবার (৩০ এপ্রিল)  রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে ২৯ এপ্রিল মধ্যরাতে ধুলজুড়ি এলাকায় একটি মন্দিরসহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মন্দিরে প্রতিমা কাপড় পুড়ানো মামলায় জাহিদ,বরকত,সাকিল,সোহাগ।জাহিদ বাদে আরো দুইটি পৃথক  মাদক  ও অস্ত্র মামলা হয়েছে। মামলা নং ১৭,১৮,১৯ তাং ৩০-৪-২৫
বোয়ালমারী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, যৌথ বাহিনী গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করি,পরিচালনা করে  ৪ জন আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লাইসেন্স  বিহীন মটর সাইকেল এবং মাদকদ্রব্য সহ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।তাদের আবারও তদন্তের স্বার্থে জিজ্ঞসাবাদ করলে তারা এই ঘটনা স্বীকার করে এবং প্রত্যক্ষ ভাবে আগুন লাগার সাথে জড়িত।
প্রসঙ্গত, ২৯ এপ্রিল রাত আনুমানিক তিনটার দিকে ধুলজুড়ি গ্রামের আকবর হোসেনর রান্নাঘর, কালীমন্দিরে প্রীতিমা কাপড়ে আগুন, দেবাশীষ রায়ের করাতকলের পাশে আগুন, সুজনের গোয়ালঘর আগুন  ধরিয়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।