নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুর ২টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সহ চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, মোঃ বিল্লাল হোসেন সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ লিয়াকত আলী লাভলু, আব্দুস সালাম মোল্যা ও আবুল কালাম প্রমূখ।
এ আইন-শৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ. সুষ্ঠ বাজার ব্যাবস্থাপনা, যানজট নিরসন ও মাদক নিয়ন্ত্রন সহ আইনের শাষন প্রতিষ্ঠার উপর বিশদ আলোচনা হয়।
Leave a Reply