নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার সময় র্যালিটি ফরিদপুর কোর্ট চত্বর এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ জিয়া হায়দারের সভাপতিত্বে র্যালি পরবর্তী একটি আলোচনা সভা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন কনফারেন্স রুমে দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, বিজ্ঞ চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ, আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমান পিনু, অ্যাডভোকেট মামুনুর রশিদ অর মামুন, ইসলামিক ফাউন্ডেশন ডিডি ইয়াসিন মোল্লা। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং এনজিও সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
