রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার চরভদ্রাসনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন বালিয়াকান্দি পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

ভাঙ্গায় নিক্সন চৌধুরীর সহচর যুবলীগ নেতা মামুনকে গ্রেফতার করেছে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯.০১ এএম
  • ১৪৭ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ট সহচর যুবলীগ নেতা মামুন শিকদার (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় রোববার দিবাগত রাতে উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে। সে ভাঙ্গা থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার আসামী। এছাড়া চাঁদাবাজিসহ তাঁর নামে থানায় একাধিক মামলা রয়েছে। মামলার এজাহার ও থানা সুত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মধ্যপাড়া এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরেরদিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪০ থেকে ৫০ জনকে আসামী করা হয়। এ মামলার তদন্তপ্রাপ্ত আসামী মামুন শিকদার।
স্থানীয়রা জানান, গ্রেফতার মামুন শিকদার নিক্সন চৌধুরীর ঘনিষ্ট হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তাঁর বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজীতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। এভাবে নিক্সন চৌধুরীর ক্ষমতাবলে অপরাধের রাজত্ব গড়ে তোলেন। বর্তমানেও তার ভয়ে তটস্থ এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION