খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নকল ডার্বি সিগারেট সংরক্ষণের অভিযোগে এক মুদি দোকান মালিক ও তার কর্মচারীকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার সেতাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে দোকান মালিক মোঃ রফিক (৪৫) ও কর্মচারী মোঃ রাসেল (৩০) কে আটক করা হয়।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে দোকানঘর থেকে বিপুল পরিমাণ নকল ডার্বি ব্র্যান্ডের সিগারেট জব্দ করে।
তিনি আরও বলেন, “জনস্বার্থে অবৈধ ও নকল পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধী আইনের চোখ ফাঁকি দিতে পারবে না।”
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                              
                                                
                        
                        