নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসষ্টান্ডের বাজার দখল এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু,পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
এ সময় প্রতিপক্ষের বাড়িতে করা হয় অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ডিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৮ জনেকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ পক্ষের নেতা সুলতান মাতুব্বর ও মজিবুর রহমান চৌধুরী নিক্সন পক্ষের ইয়াকুব মাতুব্বর গ্রুপের মধ্যে পুখুরিয়া বাজার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দল চলছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
