ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে আমরা বিশ্বাস করি সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই : শামা ওবায়েদ

Doinik Kumar
এপ্রিল ২৮, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে আমরা বিশ্বাস করি সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই। আমরা যে ধর্মেরই হই না কেন আমরা যে বর্ণের হই না কেন আমরা যে গোত্রের হই না কেন আমরা সকলেই নগরকান্দা-সালথা ও গট্টিতে সমান অধিকারের অধিকারী। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। শনিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের হাজরাতলা সার্বজনীন মহাশ্মশান এর বাৎসরিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমাদেরকে উপর আল্লাহ জন্ম দিয়েছে। আমরা সকলেই মানুষ এটাই আমাদের বড় পরিচয়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১দফা দিয়েছে। যে দফার আদলে আগামী দিনের বাংলাদেশ উন্নয়ন উন্নয়নের উন্নতি হবে পরিচালিত হবে। যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয় সেই ৩১ দফা।
তিনি আরও বলেন, এমপি মন্ত্রীর সাথে আপনাদের যে সম্পর্ক সেই আমার সাথে না আমার সাথে আপনাদের আত্মার সম্পর্ক এটা মাটির সম্পর্ক। আপনারা বোনেরা যারা এসেছেন সকলের সাথে আমার আত্মার সম্পর্ক বোনের সম্পর্ক এবং সেই সম্পর্ক আল্লাহ প্রদত্ত সেই সম্পর্ক কেউ মুছে ফেলতে পারবে না। সুতরাং আমি সব সময় আপনাদের পাশে আছি পাশে থাকবো।
হাজরাতলা সার্বজনীন মহাশ্মশান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় মজুমদারের সভাপতিত্বে ও সম্পাদক শ্রী অরুণ মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, বিএনপি নেতা কামরুজ্জামান জাহিদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু অনন্ত বিশ্বাস,  হাজরাতলা সার্বজনীন মহাশ্মশান কমিটির সহ-সভাপতি গৌতম বিশ্বাস প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।