খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের শিবির কর্মী সালাউদ্দিন হত্যা মামলার আসামী মোঃ মতিয়ার রহমানসহ (মতি) ৪ জন গ্রেফতার হয়েছেন। দিনাজপুর আদালতে হাজিরা দিতে গিয়ে তারা আটক হন। মতিয়ার রহমানসহ (মতি) উপজেলা ৩নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগের সভাপতি। উল্লেখ্য যে, ২০১৪ সালে জাতীয় নির্বাচনে এরপর পৃষ্ঠা ৩, কলাম ৩
প্রধান বিরোধীদল বিএনপি জামায়তসহ ১৮ দলীয় জোট নির্বাচন বর্জন ও প্রতিহত করার ঘোষণা দিলে আওয়ামিলীগের পাল্টা কর্মসূচিতে শিবিরের দুই কর্মী,আসদুজ্জামান (১৫) এবং সালাউদ্দীন (১৬) নিহত হয়। সেই সময়ে থানা কিংবা আদালতে মামলা না নিলেও জুলাই আগষ্টে আওয়ামী সরকারের পতনের পর নিহত সালাউদ্দীনে মা জহুরা খাতুন বাদি হয়ে গত ২৯/০৯/২০২৪ইং। ধারা—১৪৩/৩৪১/৩২৬/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ উল্লেখ করে দিনাজপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯০ থেকে ১০০ জনকে আসামী একটি মামলা দায়ের করে।
উক্ত মামলায় মতিয়ার রহমান ছাড়াও শতগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হেলাল ফকির,একই ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম গ্রেফতার হন।
নিহত সালাউদ্দীনের ভাই তরুণ সমাজকর্মী জুবায়ের বলেন,”হত্যার নির্দেশ দাতা সাবেক এমপি এবং যারা সরাসরি হত্যার সাথে জড়িত তাদের কেউ গ্রেফতার না হওয়ায় আমরা হতাশ।” তবে আশা করছি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আমরা ন্যায় বিচার পাবো।
গ্রেফতার বিষয়ে বীরগঞ্জ থানা ইনচার্জ আব্দুল গফুরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা আদালতের বিষয় আমার কাছে এই ধরনের কোন তথ্য নেই।
Leave a Reply