মিজানুর রহমান , সদরপুর
স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু পকেটে ছিল না এক টাকাও। শত বাধা অভাব-অনটন কিছুই দমিয়ে রাখতে পারেনি মারুফ মোল্যাকে (২৪)। ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মাজাহার মোল্যার এই ছেলে নিজের শ্রম, মেধা ও অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে তৈরি করেছেন একটি প্যারাগ্লাইডার।
এসএসসি পাসের পর অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায় মারুফের। তবে থেমে থাকেনি তার স্বপ্ন দেখা। মানুষের বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতের কাজ করে ধাপে ধাপে জমিয়েছেন অর্থ। দীর্ঘ এক বছরে প্রায় ৮০ হাজার টাকা খরচ করে নিজেই তৈরি করেছেন উড়ন্ত প্যারাগ্লাইডার।
তার এই প্যারাগ্লাইডার এখন শুধু খেজুরতলা গ্রাম নয়, পুরো ফরিদপুর জেলার মানুষদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন তার বাড়ির সামনে, একনজর দেখার জন্য সেই স্বপ্নের যন্ত্র।
মারুফ জানান, ছোটবেলা থেকেই আকাশে উড়ার প্রতি তার গভীর আগ্রহ ছিল। ইউটিউব ও অনলাইন ভিডিও দেখে শিখেছেন ধাপে ধাপে প্যারাগ্লাইডার তৈরির কৌশল। নিজ হাতে তৈরি এই যন্ত্র দিয়ে সফলভাবে আকাশেও উড়েছেন তিনি।
এলাকাবাসীরা জানান, ছোটবেলা থেকেই মারুফ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করত। তবে কেউ ভাবেনি একদিন সে নিজের তৈরি যন্ত্রে আকাশে উড়বে। তারা গর্বিত যে গ্রামের সাধারণ একজন ছেলে এমন সাফল্য অর্জন করেছে।
মারুফ বলেন, “আমি চাই সরকারের সহায়তায় আরও উন্নত প্রযুক্তির প্যারাগ্লাইডার তৈরি করতে। তাহলে শুধু নিজের জন্য নয়, দেশের তরুণদেরও উদ্বুদ্ধ করতে পারব।”
Leave a Reply