ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথা ব্রিজের দুই পাশে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ 

Doinik Kumar
এপ্রিল ২৭, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সালথায় মালঞ্চ বিলের উপর নির্মিত একটি ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক ভেঙ্গে যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। ৯ বছর ধরে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ ও স্কুলের শিক্ষার্থীরা। দ্রুত সড়ক সংস্কারের দাবি স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর।
সারেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গট্রি  ও আটঘর এই দুই ইউনিয়নের সীমান্তের মধ্যবর্তী স্থানে মালঞ্চ বিল। বিলের উত্তর পাড়ে রয়েছে খোয়াড়,গোয়ালপাড়া, সেনহাটি ও ভবকদিয়া গ্রাম।
আর দক্ষিণপাড়ে রয়েছে, সিংহপ্রতাপ, নারান্দিয়া, মেম্বারগট্টিসহ বিভিন্ন গ্রাম। উক্ত গ্রামবাসীদের মধ্যে অধিকাংশই কৃষক।
গত ২০১১ সালে এই মালঞ্চ বিলের ওপর প্রায় ৮০ লাখ টাকা ব্যায় নির্মিত হয় ২৭ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজটি। ব্রিজ নির্মাণের তিন চার বছর পরেই দু’পাশের সংযোগ সড়ক বন্যার পানি চাপে ভেঙে যায়। তারপর থেকেই ৯ বছর যাবত অকেজো হয়ে পড়ে আছে ব্রিজটি। ফলে ব্রিজের ওপর দিয়ে চলছে না কোন ধরনের যানবাহন। দীর্ঘদিন অকেজো থাকায় স্থানীয় ১০টি গ্রামের বাসিন্দাদের কোন কাজে আসছে না ব্রিজটি। বরং ব্রিজের সংযোগ সড়ক না থাকায় ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর।
এলাকার ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম ও কলেজ ছাত্র মোঃ রবিউল ইসলাম বলেন, দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য ১৪ বছর আগে বড়দিয়া স্কুলের পেছনে মালঞ্চ বিলের উপর ৮০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার বিভাগ।
ব্রিজের দুই পাশে মাটি কেটে নির্মাণ করা হয় কাঁচা  রাস্তা। পরে ওই রাস্তার ওপর ইট বিছিয়ে যানবাহন চলাচল উপযোগী করা হয়। এর ফলে গ্রামের কৃষকরা তাদের কৃষি পণ্য সহজে বাজারজাত করতে পারেন। কিন্তু গত ৯ বছর আগে বিলের পানির চাপে ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক ভেঙ্গে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক সংস্কারের দাবি জানাই।
স্থানীয় কৃষকরা জানান, সারাজীবন পাট-ধান, পেঁয়াজ-রসুনসহ কৃষি পণ্য মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করছি আমরা । মালঞ্চ বিলের উপর দিয়ে ব্রিজ হওয়ার পর কয়েক বছর আমাদের মাথায় করে নিয়ে বাজারে ফসল বিক্রি করতে হয়নি। ভ্যান, নসিমন ও ঠেলাগাড়িতে করে কৃষি পণ্য বাজারজাত করা হয়েছে। কিন্তু বিগত ৮-৯ বছর ধরে ব্রিজের দুই পাশের সড়ক ভেঙে পড়ায় এসব যান চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সিংহ প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহেবুল ইসলাম ও কাজী রুবেল বলেন,মালঞ্চ বিলের ওপর নির্মিত ব্রিজটি আমাদের স্কুলের পাশেই। এই ব্রিজ দিয়ে স্কুলের শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। ব্রিজটির দুই পাশে সড়ক ভেঙ্গে যাওয়ায় আমাদের শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হয়। আমরা সংশ্লিষ্ট উদ্ধতন কর্তৃপক্ষের কাছে এর আশু সমাধানের জন্য জোর দাবি করছি।
এ ব্যাপারে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক সংস্কার জরুরী। আমরা চেষ্টা করছি দ্রুত ব্রিজটির দু’পাশে সংযোগ সড়ক সংস্কার করার জন্য। এ লক্ষ্যে সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় স্টিমেট পাঠানো হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বালি বলেন, অতি দ্রুত সারেজমিনে ব্রিজটি পরিদর্শনে যাবো। তারপর মানুষের চলাচলের জন্য দ্রুত ব্যবস্থা নিতে আমরা কাজ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।