নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক দ্রুত পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে তালমা ইউনিয়নের তালমা মোড়ে সর্বস্তরের মানুষ ব্যানার নিয়ে অবস্থান করেন।
এ সময় উপজেলার সাধারণ জনগন, ছাত্র-শিক্ষক, বিভিন্ন গাড়ীর ড্রাইভার, শ্রমিক, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ভাঙ্গা টু ফরিদপুর হাইওয়ে রাস্তা বর্তমানে চলাচলকারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার যে বেহাল দশায় আমরা উদ্বিগ্ন। প্রতিনিয়ত রাস্তার এই বেহাল দশার কারনে কারো না কারো সড়ক দুর্ঘটনায় জীবন দিতে হচ্ছে।
এসময় বক্তারা রাস্তা সংস্কার করা না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
