ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের আলোচিত ব্যবসায়ী ওমর আলীর ভবন নির্মাণ বন্ধ করল প্রশাসন

Doinik Kumar
এপ্রিল ২৭, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর শহরের ঝিলটুলী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর সামনে মো: ওমর আলী খানের মালিকানাধীন শাহ ফরিদ হাউজিং কোম্পানির আবাসন প্রজেক্ট নাহার গার্ডেন এর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুর এর নির্দেশ অমান্য করে অনুমোদন বিহীন শাহ ফরিদ হাউজিং এর নাহার গার্ডেন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন এর পক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান বিকেলে সরেজমিনে এসে নির্দেশনা ও কাগজপত্র তলব করেন।  প্রশাসনের এই  নির্দেশ অমান্য করে একই দিন রাতের আঁধারে ভবনের ছাদে কাজ চালিয়ে যাচ্ছিল শ্রমিকরা। এই সংবাদ প্রশাসন অবগত হলে এরপর পৃষ্ঠা
রাত ১০ টা দিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার( ভূমি), কোতয়ালী থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের লোক হাজির হয়ে ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং স্থায়ী ভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।  বিদ্যুৎ লাইন এর তার জব্দ করা হয় এ সময়।
শাহ ফরিদ হাউজিং কোম্পানির ওমর শপিং কমপ্লেক্স -২ ভবনে আড়ং এর আউটলেট অবস্থিত।  এই ভবন টি শহরের অন্যতম প্রাণকেন্দ্র মহাকালি পাঠশালার চৌরাস্তায় অবস্থিত। সম্প্রতি মহাকালি পাঠশালা মোড়ে জেলা যুব দলের ব্যানার ফেস্টুন বিনষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।  এই ঘটনায় সামাজিক মাধ্যম তাঁর বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ক্ষোভ প্রকাশিত হয়।
এই ভবনটি বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ হয়েছে বলে শহরে অভিযোগ উঠেছে।  এখানে দিনে রাতে যানজট লেগেই থাকে এই ভবনের কারনে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযান সম্পর্কে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান সাংবাদিকদের বলেন,  জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার ও গণপূর্ত বিভাগ ফরিদপুর এর নির্দেশ অমান্য করে অনুমোদনহীন এই ভবনের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।  সেই নির্দেশ অমান্য করে এই ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছে সংবাদ পেয়ে আমরা তাদের অবৈধ কাজ বন্ধ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক ওমর আলী খান অভিযান চলাকালীন সময়ে অনুপস্থিত ছিলেন, কোথায় আছেন ভবনের  শ্রমিকরা জানাতে পারেন নাই।  এ সময় তাঁর মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।