নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম এবং এর ব্যবহার বিষয়ে চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ৫৪ নাম্বার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চর মাধবদীয়া ক্লাসটারের ৫ টি বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দদায়ক ও প্রানবন্ত অংশগ্রহণ ছিলো শিক্ষকদের। চমৎকার ও আকর্ষণীয় পরিবেশে প্রশিক্ষণটি সম্পন্ন হয়।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিহাব উদ্দিন।
প্রশিক্ষণে প্রশিক্ষক কৃষ্ণচন্দ্র চক্রবর্তী বলেন,”একদিন ব্যাপী এ প্রশিক্ষণ শিক্ষক দের উন্নয়নের কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সাব ক্লাস্টার প্রশিক্ষন অত্যন্ত কার্যকরী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
