নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে ১৮তম “বিশ্ব অটিজম সচেতনতা দিবস” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) ফরিদপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং এনজিও সমূহের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, শামসুল ইসলাম আল বরাটিসহ বিভিন্ন সরকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা অটিজম সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অধিকার ও সম্ভাবনার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার আহবান জানান।
এছাড়া দায়িত্বশীল নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply