রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

আলফাডাঙ্গায় পাঁচ মিনিটের ঝড়ে উপড়ে গেছে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি

  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯.১২ এএম
  • ১৭৭ জন সংবাদটি পড়েছেন

আরিফুজ্জামান চাকলাদার,  আলফাডাঙ্গা

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় সমগ্র উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে মাত্র ৫-৬ মিনিটের ঝড়ে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলেরচর, শুকুরহাটা, ব্রাহ্মণজাটিগ্রাম, বিদ্যাধর ও পৌরসদরের কুসুমদি, মিঠাপুর, শ্রীরামপুর ও বাকাইল এলাকায় এ ঞড় আঘাত হানে।
ওই এলাকার বাসিন্দারা জানায়, সকাল ১০টা থেকে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় হালকা দমকা হাওয়া বইতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ শুরু হয় কালবৈশাখী ঝড়। এ ঝড় উল্লেখিত গ্রামগুলিতে আগাত হানে।
ঝড়ের কারনে এ সময় ধলেরচর, ব্রাহ্মণজাটিগ্রাম ও পৌরসদরের মধ্যে বিদ্যুতের ৪টি খুটি উপড়ে পড়্ ফেলে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া ঝড়ে কয়েকটি ঘরের চাল উড়ে গেছে এবং মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আলফাডাঙ্গা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার ওয়ার্ডের বেশ কয়েকটি ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) সজিব পাল জানান, কালবৈশাখী ঝড়ে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন ও পৌর এলাকার ৭ থেকে ৮ টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া বিদ্যুতের লাইনের ওপর গাছপালা পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতিদ স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগ ঝড়ের পর থেকে কাজ শুরু করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকার জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে। এ তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। তিনি বলেন ঝড়ের পর থেকে সমগ্র উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION