ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে ধর্ষণের পর নারীর মৃত্যু, সাবেক ইউপি মেম্বার পালাতক

Doinik Kumar
এপ্রিল ২১, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকসদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় ধর্ষণের পর শেফালী বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ৩টার উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছলেমানা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোমরেজ খালাসী (সাবেক ইউপি সদস্য) ও তার দুই সহযোগী পলাতক রয়েছে। মৃত শেফালী বেগম ছলেমানা গ্রামের বাসিন্দা ও শফি খালাসীর স্ত্রী।
স্থানীয়রা জানান, খালাসী ডাঙ্গী গ্রামের মোমরেজ খালাসী ও তার দুই সহযোগী রাতে শেফালীর বাড়িতে গিয়ে দোচালা টিনের ঘরে আড্ডা দেয়। কিছুক্ষণ পর মোমরেজ শেফালীকে ডাক দিয়ে নিজের সঙ্গে ওই ঘরে নিয়ে যায়। শেফালী অসুস্থ হয়ে পড়লে মোমরেজ তাকে কোলে করে তার চৌচালা টিনের ঘরে দিয়ে পলিয়ে যায়।
নিহত শেফালীর নাতনি তাজবিন আক্তার (১৩) বলেন,  নানীর অসুস্থতা দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায় , শেফালীর স্বামীর তিনজন স্ত্রী ছিলেন, তিনি ছিলেন ছোট স্ত্রী। মোমরেজ খালাসীর সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে জনায় প্রতিবেশীরা। সে সূত্রে মোমরেজ মাঝেমধ্যে শেফালীর বাড়িতে যেতেন এবং রাতেও অবস্থান করতেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে,  শেফালীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।