নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় পৃথক অভিযানে হেরোইন ও ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে হেরোইনসহ আসিফ বেপারী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে সদরপুর থানা পুলিশ। আসিফ উপজেলার ঢেউখালী ইউনিয়নের দবির উদ্দিন বেপারি ডাঙ্গী গ্রামের জিল্লু বেপারীর ছেলে।
তার কাছ থেকে ৩.৬০ গ্রাম হেরোইন (৫১ পুরিয়া) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, বিকেল সাড়ে ৫টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল, ৩০০ গ্রাম গাঁজা ও ১ বোতল মদসহ ফারুক খান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তিনি পশ্চিম শ্যামপুর গ্রামের হাসেম খানের ছেলে।
উল্লেখ্য, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply