নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে গনসংযোগ করেছে ফরিদপুর সদর উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।
শনিবার বিকাল ৩টার দিকে শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে চৌধুরী নায়াব ইউসুফকে সাথে নিয়ে সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারতের মাধ্যমে এই জনসংযোগ কার্যক্রম শুরু করেন।
এরপর শিক্ষক নেতারা চাঁদপুর ইউনিয়নের ধোপা ডাঙ্গা চাঁদপুর বাজার, ভারদি বাজার, উওর বাহিরদিয়া বাজারে চৌধুরী নায়াবার পক্ষে জনসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আল সিদ্দিকী, সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক শরীফ জাহিদ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান, সাংগঠনিক সম্পাদক ইমদাদ মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ হামিম মিয়া, সিটি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর শেখ, সহকারী শিক্ষক আব্দুল মতিন ও মোঃ সাজ্জাদুল আলম।
এসময় তারা আগামী নির্বাচনে বিএনপি নেত্রী চৌধুরী নায়াবার পাশে থাকার জন্য সকলকে আহবান জানান।
Leave a Reply