মিজানুর রহমান, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। । গতকাল রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অভিযানে ৫টি অবৈধ দোকান ঘর ভেঙে দেওয়া হয়। একইসাথে সদর বাজারের একটি শেড ঘর দখলমুক্ত করে জনসাধারণের চলাচলে স্বস্তি ফেরানো হয়। অভিযানটি পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর বাজারে সরকারি জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু প্রভাবশালী ব্যবসায়ী। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল।
প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, সরকারি জায়গায় দোকান ঘর উঠিয়ে ব্যবসা করে ব্যবসায়ী। তাদেরকে বার বার নোটিশ দেওয়া হলেও তারা কর্ণপাত করেনি। অভিযান চালিয়ে অবৈধ দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
Leave a Reply