মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দ

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮.৫৬ এএম
  • ১০১ জন সংবাদটি পড়েছেন
ঢাকা অফিস
সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।  দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, মজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে মোট ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।
তদন্তকালে জানা যায়, মজিবুর রহমান চৌধুরী গুলশান আবাসিক এলাকাস্থিত ১০ কাঠা তিন ছটাক জমির ওপর নির্মিত দি সেরেনিটি নামে দুটি বেজমেন্টসহ ১৩তলা আবাসিক ভবনের সপ্তমতলার (একটি গ্যারেজ ও কমনস্পেসসহ) সর্বমোট পাঁচ হাজার ১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট এবং অচিহ্নিত ১৭০ অযুতাংশ ভূমি রয়েছে।
এই সম্পদ ২০১৩ সালের ২৯ জানুয়ারি এলটমেন্ট অ্যাগ্রিমেন্ট অনুযায়ী মজিবুর রহমান চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে করা হয়। পরে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়। যা মজিবুর রহমান চৌধুরী তার অর্জিত অবৈধ অর্থ দিয়ে কেনেন।  দুদকের তদন্ত শুরুর পর থেকে আসামি বর্ণিত স্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করেছেন মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এজন্য বর্ণিত স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন। বর্ণিত সম্পত্তি আদালতের মাধ্যমে জব্দ করা না হলে তা অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনানি শেষে বিচারক ফ্ল্যাট জব্দের আদেশ দেন।
এর আগে ২৪ ফেব্রুয়ারি নিক্সন চৌধুরী এবং স্ত্রী তারিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION