ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি অব্যাহত

Doinik Kumar
এপ্রিল ২০, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি অব্যাহত রয়েছে।
কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় মানববন্ধন পালন এবং পরে প্রতিষ্ঠানের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ।
শনিবার বেলা ১২ টা থেকে ৩৫ মিনিট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে, প্রতিষ্ঠানটির মেকানিক্যাল সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদের সভাপতিত্বে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রধান গেটের সামনে রাস্তায় মানববন্ধন পালন করা হয় ও মানববন্ধন পরবর্তী প্রতিষ্ঠানের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মোঃ সজল,কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ,মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোঃ আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্ব শাকিব সহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ। এ সময় বক্তারা বলেন “ আমরা বাংলাদেশের মানুষের ক্ষতি করে কোন কর্মসূচি করতে চাই না। কারিগরি শিক্ষা কে ধ্বংস করতে যে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। অবিলম্বে আমাদের দাবিগুলো লিখিতভাবে পেশ না করা হলে আমরা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দিব। আমরা মানববন্ধনের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবি গুলো মেনে নেয়ার আহ্বান জানান। তা না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়। তাই অবিলম্বে সরকারকে আমাদের ন্যায্য দাবি মেনে নেবার জন্য জোর দাবি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।