নিজস্ব প্রতিবেদক, সদরপুর
স্বর্ণের বার বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন মোঃ সিদ্দিকুর রহমান (৪৫)। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ফরিদপুরের সদরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত সোলেমান রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সহজ-সরল লোকজনকে টার্গেট করতেন। সম্প্রতি উপজেলার ভাষানচর ইউনিয়নের কারির হাট এলাকায় তার অবস্থানের খবর পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আ: মোতালেব জানান, সিদ্দিকুর গ্রামের সহজ-সরল মানুষদের কাছে স্বর্ণের বার বিক্রির কথা বলে মোট অংকের অর্থ হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply