আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রজুড়ে ১৩০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবৈধভাবে তাদের ভিসা বাতিলের অভিযোগ এনে একটি ফেডারেল মামলায় যোগ দিয়েছেন। আদালতের নথি থেকে এই তথ্য জানা গেছে।
শিক্ষার্থীরা অভিযোগ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি সরকারের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম ডাটাবেস থেকে তাদের স্ট্যাটাস হঠাৎ ও অবৈধভাবে বাতিল করেছে। যা তাদেরকে গ্রেফতার, আটক ও নির্বাসনের ঝুঁকিতে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের ভিসা বাতিলের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, নির্দিষ্ট ভিসাধারীদের কার্যকলাপ সংক্রান্ত তথ্য না দিলে হার্ভার্ড বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারাবে।
বুধবার (১৬ এপ্রিল) ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোএম বলেন, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি পাঠিয়ে ৩০ এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থী ভিসাধারীদের ‘অবৈধ ও সহিংস কার্যকলাপ’ সম্পর্কিত রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদি হার্ভার্ড নিশ্চিতভাবে প্রমাণ করতে না পারে যে তারা তাদের রিপোর্টিং বাধ্যবাধকতা পূরণ করছে, তাহলে তারা বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করার বিশেষ সুবিধা হারাবে।
Leave a Reply