ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় জনসাধারণের ও পরিবেশের ক্ষতি সাধন করায় ‘এলাইড কার্বন’ কে সিলগালা

Doinik Kumar
এপ্রিল ১৭, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চাঁদহাট, গোপালকরদী নামক স্থানে জনসাধারণের ও পরিবেশের ক্ষতি সাধন করায় ‘এলাইড কার্বন’ নামক চারকল প্রতিষ্ঠানকে সিলগালা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৫ এপ্রিল) নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ্ মহোদয়ের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়, আনসার ব্যাটেলিয়ন ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত টিম কর্তৃক নগরকান্দা উপজেলার চাঁদহাট, গোপালকরদী নামক স্থানে অবৈধভাবে পাটকাঠি পুড়িয়ে চারকল প্রস্তুতের মাধ্যমে বায়ু দূষণ করে আশেপাশের জনসাধারণের ও পরিবেশের ক্ষতি সাধন করায় ‘এলাইড কার্বন’ নামক চারকল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির অনুকূলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং এলাকাবাসীর অভিযোগ থাকায় ফরিদপুর জেলা আইন শৃংখলা সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে মোবাইল কোর্টের মাধ্যমে আলোচ্য প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধসহ সিলগালা করে দেয়া হয়। মোবাইলকোর্ট অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক  মোঃ সাঈদ আনোয়ার এবং পরিদর্শক জনাব টিপু সুলতান সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।