নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাস ও সদরপুর উপজেলা সীমান্তবর্তী এলাকা ছাদের খার ডাঙ্গী গ্রামে গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই বাড়ীর চাচাতো ভাই তাফসির ফকির (৬) ও বোন লামিমা আক্তার (১৪) দু’জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শিশু তাফসির ফকির উক্ত গ্রামের মুকুল ফকিরের ছেলে। আর লামিমা আক্তার জামাল ফকিরের মেয়ে ও পার্শ্ববতী বিশ্বাস বাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী।
ঘটনার দিন বিকেলে এলাকাবাসী পুকুরের পানি থেকে চাচাতো ভাই ও বোনকে উদ্ধার করে চরভদ্রান স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিজান তাদের মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন পরিদর্শন করেন।
তিনি জানান, ঘটনার দিন বিকেলে একই বাড়ীর চাচাতো দুই ভাইবোন বাড়ীর পাশে উন্মুক্ত ফসলী মাঠের মধ্যে গড়া পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে শিশু ভাই তাফসিরকে তলিয়ে যেতে দেখে কিশোরী বোন তাকে উদ্ধারের জন্য ঝাপিয়ে পড়েন।
কিন্ত কিশোরী বোনের পড়নের কাপড় চোপড় পানিতে পেচিয়ে শিশু ভাইয়ের সাথে লামিমা আক্তারও ধীরে ধীরে তলিয়ে যায়। পরে ভাইবোনের বাড়ী ফেরা দেরি দেখে স্বজনরা পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে দ্রুত চরভদ্রান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশু ভাই ও কিশোরী বোন দুজনকে মৃত্যু ঘোষনা করেন।
Leave a Reply