ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুর ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

Doinik Kumar
এপ্রিল ১৬, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,  সদরপুর 
ফরিদপুর জেলার সদরপুরের আকটেরচর ইউনিয়নে আকটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এ নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আকটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা   ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, এ রকম মহৎ উদ্যোগের পাশে তিনি সবসময় থাকতে চান এবং এই এলাকার জনসাধারণের স্বাস্থ্য সেবায় আকটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মিয়া বলেন, তার নিজ জন্মভূমিতে এরকম একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পেরে তিনি অত্যন্ত  আনন্দিত ও গর্বিত।  নিজ এলাকার মাটি ও মানুষের সেবা করার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকবেন।  এ সময় অনুষ্ঠানে সদরপুরের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ  উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক ডা. ওয়াজেদ জামিল, ভিশন আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
চিকিৎসকগণ সারাদিনে মেডিসিন ও চোখের রোগে আক্রান্ত প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।