ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এসো হে বৈশাখ এসো

Doinik Kumar
এপ্রিল ১৪, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
মুছে যাক গ্লানি, ঘুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ কবিগুরু এভাবেই পুরনো গ্লানি মুছে দিয়ে নতুন বছরে নতুন উদ্দীপ্ততায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সব না পাওয়া, ব্যর্থতা, ব্যথা-বেদনা ও হাহাকারকে বিদায় জানিয়ে সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। বিদায়ী বছরের সব ব্যর্থতা ভুলে নতুন বছরে এগিয়ে যাওয়ার দীপ্ত প্রত্যয়ের প্রথম দিন আজ বাংলা নববর্ষের প্রথম দিন।
আজ পয়লা বৈশাখ। বঙ্গাব্দ ১৪৩২-এর প্রথম দিন। পাওয়া-না পাওয়ার জীবনের হালখাতার সব হিসাব চুকে দিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে আজ বাংলা নববর্ষে নতুনভাবে এগিয়ে যাবে বাঙালি। বিদায়ী বছরের সব ব্যর্থতা পেছনে ফেলে জাতি আজ উদ্দীপ্ত হবে নতুন শপথে। রবিঠাকুরের অমিয় সুরের মূর্ছনা ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটির মধ্য দিয়ে আজ দেশব্যাপী বৈশাখকে স্বাগত জানাবে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
ফরিদপুরের বিভিন্ন উপজেলার মানুষ মেতে উঠবে বৈশাখী ভালোলাগায়। তবে মাহে রমজান উপলক্ষে এবারের উদ্যাপনে অতটা জৌলুশ থাকবে না মনে করছেন ফরিদপুরের বাসিন্দারা। পান্তা-ইলিশ, মুড়ি-মুড়কি, বাতাসা আর মন্ডা-মিঠাই দিয়ে জাতি আজ বৈশাখী ভালোবাসা বিনিময় করবে। তবে রমজানের কারণে বিগত বছরে সব আয়োজনের ব্যাপ্তিই ছিল সীমিত। এ বছর একটু ব্যতিক্রম।
ভ্রাতৃত্বের সেতুবন্ধে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে পয়লা বৈশাখকে স্বাগত জানাবে অসাম্প্রদায়িক চেতনায়।  ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ, জেলা শিল্পকলা একাডেমিসহ শহরের অম্বিকা ময়দানে বিকাল ৫টা হতে ফরিদপুরের বিভিন্ন সংগঠন তাদের  অনুষ্ঠান পরিবেশনা করবে। এদের মাধে আবৃত্তি সংসদ ফরিদপুর, অরণি সাংস্কৃতিক সংসদ, উড়ানি নাট্য দল, ফরিদপুর, বহুরুপী সাংস্কৃতিক সংস্থা, ফরিদপুর, নৃত্যালয়, ফরিদপুর, হাঁসু মিয়ার পাঠশালা, ফরিদপুর, খেয়া সাংস্কৃতিক সংস্থা, ফরিদপুর, বাংলা থিয়েটার, ফরিদপুর, চাঁদের হাঁট, ফরিদপুর, নৃত্যাঙ্গন, ফরিদপুর, আনন্দধারা নৃত্য একাডেমি, ফরিদপুর, নৃত্যমহল, ফরিদপুর, বৈশাখী নাট্য গোষ্ঠী, ফরিদপুর, আদি ভাব লালন চর্চা কেন্দ্র, ফরিদপুরসহ বিভিন্ন সংগঠনগুলো এ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করবে।
‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানাবে।  আজ সরকারি ছুটি। বাংলা নববর্ষের তাৎপর্য এবং আনন্দ শোভাযাত্রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।